হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পংকজ নাথ

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: রবিবার ১৬ই জুলাই ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ন
হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পংকজ নাথ

বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। শনিবার ১৫ জুলাই রাত নয়টায় কমপ্লেক্সে আসার সাথে সাথে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নার্স সদস্যরা সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। শুভেচ্ছা শেষে কমপ্লেক্সের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন তিনি।


এরপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ মাজেদুল হক কাওছার এর সভাকক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সুবিধা-অসুবিধা,সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, অফিসার ইনচার্জ মোঃ জুবায়ের, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার প্রমুখ।


আলোচনায় ডা.কাওছার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি, এক্স-রে মেশিন ও আল্ট্রাসনোগ্রাম মেশিন দীর্ঘ বছর ধরে বন্ধ রয়েছে। যার জন্য রোগীরা এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একজন টেকনিশিয়ানের শূন্যতার কারণে এক্স-রে মেশিনটা একেবারেই বিকল হয়ে পড়ে আছে। তাই সব কিছুর আগে একজন টেকনিশিয়ানের প্রয়োজন। আলোচনার শেষে সংসদ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে।


সংসদ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের আগে বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার নয়টি মাদ্রাসার নবম ও দশম শ্রেনির ৫৪জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার(মিনি কম্পিউটার) ট্যাবলেট বিতরণ করেছেন।