কালিয়াকৈরে শোক র‍্যালী ও দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার ১৫ই আগস্ট ২০২৩ ০৬:২১ অপরাহ্ন
কালিয়াকৈরে শোক র‍্যালী ও দোয়া মোনাজাত

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্হপতি,সর্বকালের সর্বশ্রষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - এর ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‍্যালী ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 


 র‍্যালীটি কালিয়াকৈর বাজার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রদক্ষিণ করে। পরে র‍্যালীটি কালিয়াকৈর বাজারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।


 আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল । 


এ সময় উপস্থিত ছিলেন , আওয়ামী লীগের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী। আলোচনা শেষে  দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করেন।