ধামইরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৬ই সেপ্টেম্বর ২০২১ ০৭:২৮ অপরাহ্ন
ধামইরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে র‌্যাবের অভিযানে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার হয়েছে। উপজেলার মধ্য চাঁদপুর গ্রাম থেকে সোমবার সকালে শামীম রেজা নামে ওই আসামীকে আটক করা হয়েছে। পরে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।


জানা গেছে,র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  জয়পুরহাট সদরস্থ সিও কলোনী এলাকায় সোমবার সকালে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.শামীম রেজা (২৬) গ্রেফতার করে। আটক শামীম রেজা ধামইরহাট উপজেলার মধ্য চাঁদপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। 


তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার সিআর মামলা নং-১৮১সি/১৬ (জয়ঃ), ধারাঃ যৌতুক নিরোধ আইনের ৪, প্রসেস নং-৩৯৭/১৯ তারিখ ১৪-১১-২০১৯ মূলে বর্ণিত মামলার আদালত তাকে সাজা প্রদান করেন। প্রায় দুই বছর ধরে সে পলাতক ছিল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে ধামইরহাট থানায় জিডি মূলে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।