ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আলমগীর হোসেন - ঠাকুরগাঁও সদর
প্রকাশিত: বুধবার ১৩ই সেপ্টেম্বর ২০২৩ ০৮:১৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার হওয়া ইউপি সদস্য ইলিয়াস আলীর অবিলম্বে মুক্তি ও তদন্তপূর্বক ওই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 


বুধবার সকালে উপজেলার নেকমরদ বাজারের চৌরাস্তায় শতাধিক মানুষের উপস্থিতি ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিটি পালন করেন স্থানীয়রা৷ ইলিয়াস আলী ২ নং নেকমরদ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য। 


মানববন্ধনে বক্তারা বলেন, ২০ বছর ধরে সুনামের সাথে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ইলিয়াস আলী।উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একটি কুচক্রী মহল তার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা তদন্তপূর্বক প্রত্যাহার ও অবিলম্বে তার মুক্তির দাবি জানান তারা।a