আত্রাইয়ে স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: মঙ্গলবার ১৯শে সেপ্টেম্বর ২০২৩ ০৭:৪৪ অপরাহ্ন
আত্রাইয়ে স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা-২০২৩ অনুষ্ঠিত।


রোববার (১৭ সেপ্টেম্বর) শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর-২০২৩ তিনদিন ব্যাপি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, ৮টি ইউনিয়নের সরকারের নানান উন্নয়ন তুলে ধরেন স্ব স্ব কর্মকর্তা কর্মচারীগণ ৷


সরকারের এমন উদ্যোগে প্রমাণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রগতি,যা বিগত সরকারের এমন উন্নন চোখে পড়েনি।


উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে উন্নয়ন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।


এসময় উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, ভাইস-চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, ওসি(তদন্ত) মো. লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল ও ইউপি চেয়ারম্যানগণ প্রমুখ।


আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


মেলায় ১৩টি স্টলের মধ্যে সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকান্ড তুলেধরায় এবং মেলাকে সৌন্দর্য বর্ধণ করায় বিচারকেরা উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অফিসের স্টলকে সেরা নির্বাচিত করেন।