খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভূরুঙ্গামারীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শুক্রবার ২২শে সেপ্টেম্বর ২০২৩ ০৬:৪২ অপরাহ্ন
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভূরুঙ্গামারীতে দোয়া মাহফিল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার দুপুরে উপজেলার তিলাই ইউনিয়ন বিএনপির আয়োজনে ওই ইউনিয়নের কালাচান মোড়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুস সোবাহান ব্যাপারী , আঃ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন সঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।