পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের চাকায় পিষ্ট হয়ে বিধান মাঝি (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিধান মাঝি উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বুদ্ধি মাঝির ছেলে। সে পৌরশহরের সেলিম বেকারীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যেতে সক্ষম হয় । এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. হুমায়ুন জানান, টমটমটি উল্টে যাওয়ায় বিধান মাঝি টমটমের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।