ভূরুঙ্গামারীতে নিখোঁজ দুই স্কুলছাত্রের সন্ধান মিলেছে

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ২৩শে সেপ্টেম্বর ২০২৩ ০৭:০৩ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে নিখোঁজ দুই স্কুলছাত্রের সন্ধান মিলেছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের বারুইটারী গ্রাম থেকে নিখোঁজ হওয়া আইয়ুব আলী (১৩) ও নিরব (১১) নামের দুই স্কুলছাত্রের সন্ধান মিলেছে। তারা বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় রয়েছে। গত বৃহস্পতিবার তারা নিখোঁজ হয়। শুক্রবার সন্ধ্যায় তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়।


আইয়ুব ও নিরবের বাড়ি আন্ধারীঝাড় ইউনিয়নের বারুইটারী গ্রামে। আইয়ুব ওই গ্রামের নূরুন্নবীর ছেলে। নিরব একই এলাকার জহুরুল ইসলামের ছেলে। আইয়ুব পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। নিরব একই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। 


জানাগেছে, আইয়ুব ও নিরব গত বৃহস্পতিবার স্কুল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ওইদিন ও পরেরদিন শুক্রবার বাড়ি ফেরেনি। তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানায় নিখোঁজের জিডি করা হয়।


আইয়ুবের চাচা মাইদুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় জিডি করা হয়। রাতে অপরিচিত মোবাইল নম্বর থেকে জানানো হয় আইয়ুব ও নিরব গাজীপুরের কালিয়াকৈরে। তারা বর্তমানে গাজীপুরের কোনাবাড়িতে তাদের চাচা মোকছেদুলের বাড়িতে রয়েছে। 


পারিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি সদস্য ফরহাদ আলী বলেন, তাদেরকে বাড়িতে নিয়ে আসার জন্য পরিবারের এক সদস্য শনিবার সকালে গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।


ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, দুই স্কুলছাত্র নিখোঁজের বিষয়ে একটি জিডি গ্রহণ করা হয়েছিল। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তাদের সন্ধান পেয়েছেন। স্কুলছাত্রদের সাথে কথা বললে কি হয়েছিল তা জানা যাবে।