সরাইলে জতীয় যুব দিবসে র‍্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১লা নভেম্বর ২০২৩ ০৬:২২ অপরাহ্ন
সরাইলে জতীয় যুব দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে  বুধবার (১ নভেম্বর ) সকালে উপজেলায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।


এ উপলক্ষে র‍্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায়, বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো. নোমান মিয়া। 


স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা,জান্নাত সুলতানা,গৌরপদ সাহা,  সাবেক সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. মুস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, মো. শেলভী ও বাবুল মিয়া। 


অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশে জনসংখ্যার সর্বাধিক অংশই যুব-যা সারাবিশ্বে অন্য কোন দেশে নেই। যুব শক্তিকে ব্যবহার করে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এ লক্ষ্য অর্জনে সরকার যুবদের কর্মসংস্থানের জন্যে যুগোপযোগী প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।অনুষ্ঠানে তিন জন যুব ও যুবাকে মাত্র পাঁচ শতাংশ সার্ভিস চার্জে ঋণের চেক বিতরণ করা হয়।  


এদিকে একই সময়ে একই স্থানে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান এর সঞ্চালনায় 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতিকরণ  ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।