কাউখালীতে উপজেলা ছাত্রলীগের নতুন কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১২ই নভেম্বর ২০২৩ ০৬:১৬ অপরাহ্ন
কাউখালীতে উপজেলা ছাত্রলীগের নতুন কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।


আজ রবিবার সকালে কাউখালী উপজেলা মোড়ে বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার নতুন নিজস্ব দলীয় অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।


উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রিসাদ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌকির আহমেদ সীমান্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন মহারাজ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, মাহমুদ খান খোকন, শামসুদ্দোহা চাঁদ, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক বাবলু জমাদ্দার, আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ কাইয়ুম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও গাজী সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সোহাগ তালুকদার প্রমুখ।


পরে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।