শিক্ষার্থীদের ১১ দফা দাবি: টেকনাফে ইউএনও'র কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বুধবার ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫০ অপরাহ্ন
শিক্ষার্থীদের ১১ দফা দাবি: টেকনাফে ইউএনও'র কাছে স্মারকলিপি

কক্সবাজারের টেকনাফ উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষার পরিবেশ উন্নত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় দশম শ্রেণির ছাত্র মোঃ রিফাত আলমের নেতৃত্বে শিক্ষার্থীরা টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর দপ্তরে স্মারকলিপিটি জমা দেয়।


স্মারকলিপিতে ১১ দফা দাবি তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে: বিদ্যালয়ের সামনে মাছ বাজার উচ্ছেদ, শহীদ মিনার সংস্কার, শিক্ষার্থীদের মাসিক বেতন সংস্কার, স্কাউট দলের সুবিধা নিশ্চিত করা, ক্যান্টিন স্থাপন, উপ-বৃত্তির তালিকা পুনঃতদন্ত, শ্রেণিকক্ষে সুযোগ সুবিধা উন্নয়ন, শৃঙ্খলা কমিটি সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, এবং টয়লেট ও শৌচাগারের সুযোগ সুবিধা নিশ্চিত করা।


এ সময় ইউএনও মোঃ আদনান চৌধুরী শিক্ষার্থীদের দাবীসমূহ মনোযোগ সহকারে শুনেন এবং শিগগিরই ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শহীদ ওয়াসিম চত্বরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।