গোয়ালন্দ মসজিদের ইমামকে লাঞ্চনা, ৪৮ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৩ অপরাহ্ন
গোয়ালন্দ মসজিদের ইমামকে লাঞ্চনা, ৪৮ ঘন্টার আল্টিমেটাম

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৩ নং ওয়ার্ডের উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী হাফেজ শহিদুল ইসলামকে লাঞ্চনা করার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী ইমাম ও খতিব মসজিদ পরিচালনা কমিটির কাছে আবেদন করেছেন। এ বিষয়ে গোয়ালন্দ পৌর ইমাম কমিটি মসজিদ কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে সমাধান করার আলটিমেটাম দিয়েছে।


এলাকাবাসী এবং ভুক্তভোগী সূত্রে জানা যায়, ৯ ফেব্রুয়ারি আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের হিসাব সংক্রান্ত বিষয়ে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. মজিবর রহমান ও তার ছেলে মো. শহিদুল ইসলাম বাবু ইমাম ও খতিব ক্বারী হাফেজ শহিদুল ইসলামকে লাঞ্চিত করেন। শুধু তা-ই নয়, বিভিন্ন সময় খারাপ আচরণ ও গালিগালাজও করা হয়। শহিদুল ইসলাম জানান, গত মাহফিলের আলোচনা সভায় উপস্থিত ১৫-২০ জন মুসুল্লীর সামনে তার সাথে খারাপ আচরণ ও ভয়ভীতি দেখানো হয়, যা তাকে চরমভাবে বিপর্যস্ত করেছে। তিনি বলেন, এর ফলে তার ইমামতিসহ অন্যান্য কাজেও ব‍্যাঘাত ঘটছে।


ভুক্তভোগী ইমাম ক্বারী হাফেজ শহিদুল ইসলাম আরো জানান, তিনি গত ১১ জানুয়ারি তার নিরাপত্তার কথা চিন্তা করে মসজিদ পরিচালনা কমিটির কাছে প্রতিকার চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি।


এ বিষয়ে শহিদুল ইসলাম বাবুর মুঠোফোনে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদ জানান, ভুক্তভোগী ১১ ফেব্রুয়ারি নিজে আবেদন করেও কোনো সুরাহা না পাওয়ায় পৌর ইমাম কমিটি মসজিদ কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে কোষাধ্যক্ষ মজিবর রহমানকে পদ থেকে অপসারণ করে একজন পরহেজকার ও নেক ব্যক্তিকে নিয়োগ করার দাবি জানায়।