যথাযোগ্য মর্যাদায় হিজলায় মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: শুক্রবার ১৬ই ডিসেম্বর ২০২২ ০৭:২৬ অপরাহ্ন
যথাযোগ্য মর্যাদায় হিজলায় মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপন হলো মহান বিজয় দিবস ২০২২ । দিবসটি উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর প্রত্যুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। 


সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্যের পক্ষথেকে, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন সকাল আটটায় বঙ্গবন্ধু ম্যুরালে এবং সকাল সোয়া আটটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন। 


উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপজেলা পরিষদ মাঠে সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনে অংশগ্রহণ করেছেন ।


শান্তির প্রতীক পায়রা উড়ানো এবং প্যারেড শেষে, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মহিউদ্দিন। দুপুরে উপজেলা পরিষদ মসজিদে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি আনুষ্ঠানিকতা শেষ হবে।