গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি সহিংসতায় রূপ নেয়। এসময় দোকানপাট ভাঙচুর ও হামলার ঘটনায় সারাদেশ থেকে অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত সোমবার (৭ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে কোথাও কোথাও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠান হামলার শিকার হয়।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। হামলা-ভাঙচুরের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এসব সহিংস কর্মকাণ্ড আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তার পরিপন্থী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত চলছে। ইতিমধ্যে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও মামলা করার প্রস্তুতি চলছে।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া এসব সহিংস ঘটনার কারণে সারাদেশে ৯টি মামলা রুজু হয়েছে। এসব মামলায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ আনা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের পর আরও দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে। সহিংসতায় জড়িত কেউই ছাড় পাবে না।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী সকলের প্রতি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।