প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৪
কাঠমান্ডুতে নেপাল-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে। সোমবার সকালে সংবাদ সম্মেলনে উভয় দলের কোচ ও অধিনায়ক ম্যাচ নিয়ে কথা বললেও রাতেই আসে ভিন্ন খবর। সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা এবং পরবর্তীতে জারি হওয়া কারফিউর কারণে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয় আয়োজক কর্তৃপক্ষ।