শাহবাজপুরে দ্বিতীয় গেইট মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ১০ই মে ২০২৪ ০৭:২৪ অপরাহ্ন
শাহবাজপুরে দ্বিতীয় গেইট মার্কেটে আগুন

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দ্বিতীয় গেইট  মার্কেটে আগুন লেগে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ঢাকা- সিলেট  সড়কের পাশে বাজার সম্মুখের ওই মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত তা কেউ বলতে পারেনি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 


শুক্রবার (১০ মে) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা অনেকেই কান্নাকাটি করছেন। দোকানে রেখে যাওয়া জিনিসগুলো তারা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কোনো কিছুই অক্ষত নেই। সব পুড়ে ছাই হয়ে আছে। স্থানীয়রা জানান, ঘুমের রাতে গ্রামবাসী হঠাৎ আগুনের ভয়াবহতা দেখে ভয় পেয়ে যায়। 


গ্রামবাসীকে সঙ্গে নিয়ে রাতে  ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।সরাইল ফায়ার সার্ভিস অফিস তথ্য জানাযায়, আমরা রাত ৩টা ৫৫ মিনিটে খবর পেয়ে  ৪টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। ধারণা করা হচ্ছে  বৈদ্যুতিক শর্ট শার্টিক থেকে আগুনের সূত্রপাত হতে পারে।


স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৩টার মধ্যে আগুন লাগে। সড়কের পাশে হওয়ায় আগুন লাগার পর পরই তাৎক্ষণিকভাবে লোকজনের নজরে আসে। খুব দ্রুত সময়ের মধ্যে সরাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। আগুনে সবচেয়ে বেশি জিনিসপত্র পুড়েছে মন্টু মিয়ার' মন্টু স্টোরের ইলেক্ট্রনিকদোকানে। তার দোকানের  সকল মালামাল আসবাবপত্র পূড়ে গেছে। 


আজ শুক্রবার  সকালে নব নির্বাচিত সরাইল উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো. শের আলম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য মো. পায়েল হোসেন মৃর্ধা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মন্টু মিয়া জানান,আমার দোকানে ইলেক্ট্রনিক, মেশিনারিজ ও পেইন্টসসহ তিন কোটি  টাকার বিভিন্ন মালামাল পুড়েছে গেছে। আমার সারা জীবনের জমানো শেষ সম্বল  একরাতের  কতক্ষনের আগুনে ছাই হয়ে গেছে। 


সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিয়াজ আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। 


 সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।