প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১০:৫০
দিনাজপুর হাকিমপুর হিলিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭৭ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কারসহ ৩ জন নারী ও ২জন পুরুষ মোট ৫জন মাদক চোরাকারবারিকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, হাকিমপুর থানাকে শতভাগ মাদক মুক্ত করার লক্ষে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে শুক্রবার রাত্রি সাড়ে ১২টার দিকে আমার নেতৃত্বে রাত্রি কালীন ও অভিযানিক ডিউটিতে থাকা এস,আই দীনেশ চন্দ্র,
এস আই বেলালসহ পুলিশের একটি চৌকস দল থানার হরিহরপুর বাজার এলাকায় সন্দেহ জনক একটি প্রাইভেট কার আটক করলে প্রাইভেট কারে থাকা যাত্রীদের শরীরের সাথে বিশেষ কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করার সময় তাদের কাছ থেকে ১৭৭ বোতল ফেন্সিডিলসহ আসামীদেরকে হাতে নাতে আটক করা হয়। পরে ফেন্সিডিল বহন করা প্রাইভেটকারটি জব্দ করে থানা পুলিশ।
আটককৃত আসামীরা হলেন, পার্শ্ববর্তী জয়পুরহাট এর পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের জেকের আলীর স্তএ ভানু ওরফে বানু বেওয়া (৬২), সিরাজ সরদার স্ত্রী রাজিয়া সুলতানা(৬০), সোহেল রানার স্ত্রী মাজেদা বেগম (৩২) ও খান সাত্তার এর ছেলে মাসুদ রানা (৩৮) এবং প্রাইভেটকার এর ড্রাইভার নবাবগঞ্জ উপজেলার ছিমর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে,আবু সাঈদ ( ২৪)। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে পুলিশ জানায়।
#ইনিউজ৭১/জি/হা/২০২১