প্রকাশ: ৩০ জুন ২০২২, ২৩:৫৭
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে মাদারীপুরে বাচ্চু ভুইয়া গ্রুপের পক্ষ থেকে বিশাল শোভাযাত্রা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদারীপুর ভুইয়া কমিনিউটি সেন্টারের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বাচ্চু ভুইয়া গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। এসময় তারা পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপূরণ পদ্মা সেতু নির্মাণ শেখ হাসিনার অবদান সংবলিত ব্যানার বহন করেন।
এসময় উপস্থিত ছিলেন- বাচ্চু ভুইয়া গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুইয়া, বাচ্চু ভুইয়া গ্রুপের জেনারেল ম্যানেজার প্রান বল্ভব পান্নু,বিজনেস ডেভলপমেন্ট অফিসার জাকির হোসেন,লুবানা ট্রের্ডাসের ম্যানেজার রঞ্জু শরিফ, রায়াত ইন্টারন্যাশনাল(নগদ)ম্যানেজার আরিফুর রহমান, তাজরিয়ান ডিস্ট্রিবিউশন (বাংলালিংক)ম্যানেজার সোহাগ হোসেন,রায়াত ইন্টারন্যাশনাল (রবি) ম্যানেজার মুরাদ সহ বাচ্চু ভুইয়া গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারী ।
আলোচনা সভায় বাচ্চু ভুইয়া গ্রুপের চেয়ারম্যান ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুইয়া বলেন মাননীয়া প্রধানমন্ত্রী পদ্মা সেতু বাস্তবায়নে মাদারীপুর জেলা হবে বাংলাদেশের একটি অর্থনৈতিক কেন্দ্রবিন্দু এর সুফল ভোগ করবে আমাদের ব্যাবসায়ীরা এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।এছাড়া ঢাকার সাথে যোগাযোগের ব্যবস্থা সহজ হওয়ায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আলোচনা সভা ও শোভাযাত্রা শেষে দেশ ও জাতির জন্য দোয়া মুনাজাত করা অনুষ্ঠিত হয়।