প্রকাশ: ২৮ জুন ২০২৩, ৪:১২
সরাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) বালক- বালিকা ফাইনাল খেলাটি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭জুন) বিকালের দিকে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে সরাইল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলার সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনসুর হোসেন, এ সময় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে সরাইল উপজেলার ৯টি ইউপি মোট নয়টি দল অংশ গ্রহন করেন। বিকালের ফাইনাল খেলায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২-০ গোলে পানিশ্বর ইউনিয়ন ফুটবল একাদশ বালিকাকে পরাজিত করে।
এদিকে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) বালক উপজেলা শাহবাজপুর ইউপি একাদশ নোয়াগাঁ ইউপি একাদশকে ১-০ গোলে পরাজিত করেন। পরে অতিথি বৃন্দগণ পুরস্কার বিতরণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের খেলায় রেফারির দায়িত্বপালন করেন মো. মাসুম উল্লাহ খন্দকার, সহকারী রেফারি মো. শফিক ও মো. আতিকুর রহমান ধারাভাষ্যকার পরিবেশন করেন, মো. মজিদ বক্স,সুমেল ও মিজান।
অতিথিরা বক্তব্যে বলেন,মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব- ১৭) আয়োজন করেছে যা প্রশংসার দাবিদার।