প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭
গাজা সিটিতে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। প্রায় দুই বছর ধরে চলমান সংঘাত ও আন্তর্জাতিক নিন্দাকে উপেক্ষা করে এই অভিযান শুরু হয়। এমনকি সশস্ত্র সংগঠন হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও এ অভিযানের বিরুদ্ধে মতামত এসেছে। গাজার শাসক গোষ্ঠি হামাস এই পদক্ষেপের কড়া বিরোধিতা জানিয়ে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটিতে ইসরাইলি আগ্রাসন ‘অভূতপূর্ব’ এবং ‘বর্বরতাপূর্ণ’। তারা বলছে, শহরে প্রত্যক্ষ করা এই বর্বর জায়নিস্ট আগ্রাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান পদ্ধতিগত গণহত্যার নতুন অধ্যায় ছাড়া আর কিছু নয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই আক্রমণকে কেন্দ্র করে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেছে।
হামাসের অভিযোগ, এ হামলার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের ওপর বর্তায়। তাদের মতে, এসব অপরাধ আন্তর্জাতিক সব নিয়ম ও আইন লঙ্ঘন করেছে এবং যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রকাশ্য রাজনৈতিক ও সামরিক ছত্রচ্ছায়ায় সংঘটিত হচ্ছে। হামাস যুক্তরাষ্ট্রকে গাজায় সংঘটিত গণহত্যা ও জাতিগত নির্মূলের মূল সহযোগী হিসেবে বিবেচনা করছে।
সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে আরব ও ইসলামি দেশগুলোকে ইসরাইলকে যুদ্ধ বন্ধে বাধ্য করার আহ্বান জানিয়েছে। তারা বলছে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে হলে আন্তর্জাতিক সমাজকে এখনই পদক্ষেপ নিতে হবে।
অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা সিটিতে তারা নতুন ও সম্প্রসারিত স্থল অভিযান চালাচ্ছে। ইসরাইলি কর্মকর্তাদের দাবি, এটি হামাসের শেষ কয়েকটি ঘাঁটির একটি এবং তাদের নির্মূল করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
অবরুদ্ধ গাজার এ অঞ্চলে এতদিন ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পুরোপুরি প্রবেশ করেনি। তবে এবার পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং তারা আগের চেয়ে অনেক বেশি সংখ্যক সেনা ও সরঞ্জাম নিয়ে অভিযান পরিচালনা করছে।
বিশ্লেষকরা বলছেন, এই অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে। ফিলিস্তিনের সমর্থক দেশগুলো ও আন্তর্জাতিক সংস্থাগুলো এই হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।
গাজায় ইসরাইলের এই নতুন অভিযানের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং মানবিক সংকট আরও গভীর হচ্ছে। এ পরিস্থিতিতে পর্যবেক্ষকরা বলছেন, আন্তর্জাতিক মহল দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সংঘাত দীর্ঘায়িত হতে পারে।