প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ১:১৯
বরিশালে নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। সকাল সাড়ে ১০টায় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শওকত আলী। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে দারুণ খুশি বরিশালের প্রাইমারী, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের আনন্দে খুশি শিক্ষক এবং অভিভাবকরাও।
এসময় নতুন বই নিয়ে তাদের শৈশবের স্মৃতি তুলে ধরে বক্তারা বলেন, বর্তমানে প্রজন্মের ছেলে-মেয়েরা বইয়ের প্রতি আসক্ত না। তারা মোবাইল, ফ্রি-ফায়ার, পাবজি সহ নানান গেমের প্রতি বেশি আসক্ত। তাদের বইয়ের প্রতি আসক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়া বাল্য বিয়ে না দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা।
এ বছর বরিশাল জেলার ৬ হাজার ২৪১টি প্রাইমারী স্কুলের ১১ লাখ ৬২ হাজার ৫৭২জন শিক্ষার্থীর মাঝে ৫০ লাখ ৩৩ হাজার ৩৮২পিস বই বিতরণ করা হয়। এছাড়া ২ হাজার ৩৯৩টি মাধ্যমিক ও মাদ্রাসার ১৪ লাখ ৮৭ হাজার ২৮৩জন শিক্ষার্থীর মাঝে ১ কোটি ১০ লাখ ৭০ হাজার ৯৮৫পিস বই বিতরণ করা হয়।
বই উৎসবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক আনোয়ার হোসেন ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।