প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৭
টাঙ্গাইলের ঘাটাইল থানার একটি ধর্ষণ মামলায় কলেজপড়ুয়া নাবালিকা ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব এবং প্রধান অভিযুক্ত নাসির উদ্দীনকে গ্রেফতার করেছে। র্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল সোমবার রাতে এ অভিযান পরিচালনা করে।
এজাহার সূত্রে জানা যায়, কলেজ পড়ুয়া নাবালিকা মেয়েকে অভিযুক্ত নাসির উদ্দীন দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়ে রাজি না হলে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তের পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বাদী তার মেয়ের নাবালিকা হওয়ার কারণে বিয়েতে রাজি হননি।
পরে গত ১৮ জুলাই সকালে নাসির উদ্দীন ও তার সহযোগীরা বাদীর বসতবাড়ীর কাছ থেকে নাবালিকা মেয়েকে অপহরণ করে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর ভিকটিমের মা আদালতে পিটিশন মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৯(১)/৩০ ধারায় মামলা রুজু করা হয়। মামলার পর থেকেই র্যাব অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছিল।
এরই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর রাতে সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প ও সিপিসি-২ র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প যৌথভাবে কিশোরগঞ্জ সদর থানার হারুয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। সেখানে প্রধান অভিযুক্ত নাসির উদ্দীনকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদান করা হয়েছে।