প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১:৪৬
কুমিল্লার দেবীদ্বারে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজ ঘরে আগুন দিয়ে নিজেই ফেঁসে গেলেন আতিকুর রহমান(২৩) নামে এক যুবক। উপজেলার পৌর চাপানগর গ্রামে শুক্রবার দিবাগত রাত দেড়টায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাপানগর গ্রামের আবু তাহের ও রুহুল আমিনের পরিবারের মধ্যে দির্ঘদিন ধরে হামলা-মামলা চলে আসছে। ওই ঘটনায় রুহুল আমিনের পক্ষের মো. আতিকুর রহমান প্রতিপক্ষের লোকদের হয়রানী করতে নিজ ঘরে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের হাতে আটক হন, পরে গ্রামবাসী তাকে পুলিশের নিকট সোপার্দ করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আতিকুর প্রতিপক্ষকে ঘায়েল করতেই নিজ ঘরে আগুন লাগানোর সত্যতা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। আটক মো. আতিকুর রহমান(২৩) চাপানগর গ্রামের মো. আলমের পুত্র।
অগ্নিকান্ডের ঘটনায় মো. শরীফ হাজারী বাদী হয়ে তিনজন আতিকুর রহমান(২৩), তার পিতা মো. আলম(৩৮) এবং চাচা রুহুল আমিন(৪০)কে অভিযুক্ত করে শনিবার (২৭জানুয়ারী) দুপুরে মামলা দায়ের করেন।মামলা নং-২১। পরে বিকেল ৩টায় আটক আতিকুর রহমানকে কুমিল্লা বিশেষ কোর্ট হাজতে চালান করা হয়েছে বলে জানান মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রেজওয়ানুল ইসলাম।
উল্লেখ্য, ওই গ্রামে গত বুধবার (২৪ জানুয়ারী) সকাল ৯ টায় জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বাড়িঘরে হামলা, ভাংচুর নারীসহ দু’পক্ষের অন্তত: ৩০ জন আহতের ঘটনায় ২৬ জানুয়ারী দু’পক্ষের পৃথক দুটি মামলায় ৪২ জনকে অভিযুক্ত করা হয়েছিল। সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের মো. মোশাররফ হোসেন কর্তৃক গত ২৬ জানুয়ারী দায়ের করা মামলার ৬ নম্বর অভিযুক্ত ছিলেন মো. আতিকুর রহমান।
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাপানগর গ্রামের দুটি পক্ষের মধ্যে দির্ঘদিন যাবত মামলা-হামলা চলে আসছে। প্রতিপক্ষকে ঘায়েল করতে শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরে আগুন লাগিয়ে দৌড়ে পালানোর সময় জনতার হাতে আটক হয় আতিকুর রহমান নামে এক যুবক। পরে স্থানীয়রা তাকে থানা পুলিশের কাছে সোপার্দ করে। প্রতিপক্ষকে ঘায়েল করতেই নিজ ঘরে আগুন দেয়ার সত্যতা স্বীকার করেছে আটক যুবক।