প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১:৩১
গাজীপুরের কালিয়াকৈরে একটি দ্রুতগামী মালবাহী ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা চার যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।
সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চার যাত্রী উপজেলার ভাওমান টালাবহ গ্রামের বাসিন্দা । তারা প্রতিদিনের মতো স্থানীয় একটি ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের ভাউমান টালাবহ গ্রামের ইয়াকুব মুন্সির ছেলে মোফাজ্জল (৬৫),আমজাদ আলীর ছেলে আব্বাস আলী (৬৩) তার পুত্র জাহিদুল ইসলাম (৪০), ও মৃত- হাসেন আলীর ছেলে শওকত আলী (৪২)। জানা যায়, উপজেলার ভাওমান টালাবহ গ্রামের তিন ইটভাটা শ্রমিক সোমবার ভোরে একটি অটোরিকশা করে স্থানীয় একটি ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন ।
ইটভাটায় যাওয়ার পথে তাদের বহনকারী অটোরিকশাটি লোকাললেন দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি পাম্পের সামনে পৌছায়। এসময় পিছন থেকে আগত একটি দ্রুতগামী মালবাহী ট্রাক পিছন থেকে অটোরিকশাকে চাপা দেয়। এতে ওই অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মূমূর্ষ অবস্থায় ৫জন অটোরিকশা যাত্রীকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষানিরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন। আহত এক অটোরিকশা যাত্রীকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনার পর ট্রাক চালক কৌশলে পালিয়ে গেছে।