ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে উদ্ধারকৃত প্রায় ১১৯ কোটি ৬৪ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে মহেশপুর ৫৮ বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর এবং বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বিজিবি সেক্টর কমান্ডার আহসান হাবিব। স্বাগত বক্তব্য প্রদান করেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।
এই অনুষ্ঠানে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বমোট ১২ প্রকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা।
ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ২৫ হাজার ৮১৩ বোতল ফেনসিডিল, ৩৮ হাজার ৯৮০ বোতল মদ, ১৩০ কেজি গাঁজা, ৬৫ হাজার ১৭৪ পিস ইয়াবা, ৩৭ কেজি হেরোইন, ৭৯ কেজি কোকেন, ৭ কেজি ক্রিস্টাল ম্যাথ (আইস), ২৯ বোতল এলএসডি, ২১ হাজার ৩১৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৩০ হাজার ৭০ পিস ট্যাপেন্টাল ট্যাবলেট, ৯ হাজার ৮৪৫ পিস ভারতীয় ওষুধ এবং ৯ হাজার ৯৬০ পিস বাংলাদেশি ওষুধ।
লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত মোট ১৫ মাসে মহেশপুর ও জীবননগর সীমান্ত থেকে এসব বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি’র এমন উদ্যোগ মাদক নির্মূলে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগিতায় মাদকমুক্ত সীমান্ত এলাকা গড়ে তুলতে বিজিবি বদ্ধপরিকর বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।