প্রকাশ: ৫ জুন ২০২৫, ১২:৭
নোয়াখালীর রাজনীতিতে আবারও চাঞ্চল্য তৈরি করেছে একটি পুরনো সালিশি বৈঠকের ছবি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি নিয়ে জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে দলটির তৃণমূল নেতাকর্মীরা সাংবাদিকদের কাছে এমন অভিযোগ তুলে ধরেন।
তাদের ভাষ্য, ছবিটি উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে বিএনপি হাইকমান্ডের কাছে ভুল বার্তা পৌঁছে দেওয়া যায়। এ ঘটনায় তৃণমূলের কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে দলের দুঃসময়ে পাশে থাকা এক নেতার বিরুদ্ধে এমন প্রচারণায় নেতারা বিভ্রান্ত ও ক্ষুব্ধ।
কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম জহির বলেন, ফয়সাল একজন পরিশ্রমী, ত্যাগী ও নির্যাতিত নেতা। তাকে ঘায়েল করতে একটি সালিশি বৈঠকের ছবি ঘুরিয়ে-ফিরিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তিনি দলের প্রতিটি স্তরে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, তাই এই ভিত্তিহীন প্রচারে আমরা তীব্র প্রতিবাদ জানাই।
গোলাম মোমিত ফয়সাল জানান, ১৯৯৫ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত তিনি ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ৩০ বছরের রাজনৈতিক জীবনে সবসময় তিনি দলের সঙ্গে থেকেছেন এবং দলের দুঃসময়ে মাঠে সক্রিয় থেকেছেন।
তিনি বলেন, ২০২০ সালে এক ব্যবসায়িক বিরোধের জেরে একটি সাধারণ ডায়েরি করেছিলাম। এরপর সালিশি বৈঠকে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হয়। সেখানকার একটি ছবি এখন অপব্যবহার করা হচ্ছে। ছবিতে থাকা মানুষ ও পরিস্থিতির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না।
ফয়সালের দাবি, বৈঠকে সরকারি দলের একজন নেতার ভাই উপস্থিত ছিলেন এবং তাদের প্রভাব খাটানোয় তিনি নিজের পাওনা অর্থ ফেরত পাননি। পরে সেই বৈঠকের ছবি কেটে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে যে, তিনি আওয়ামী লীগের প্রচারণায় ছিলেন।
এই বিষয়ে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া বলেন, সামাজিক দায়িত্বের অংশ হিসেবে অনেক সময় নেতাকর্মীদের নানা অনুষ্ঠানে অংশ নিতে হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। এটি একটি পরিকল্পিত বিভাজনের অংশ।
ফয়সাল আরও বলেন, একটি অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের পর সেটি হোয়াটসঅ্যাপে নেতাদের পাঠানো হয়েছে। এটি পুরোপুরি মিথ্যা ও অনৈতিক। আসলেই যদি কেউ রাজনীতি করে, তবে তারা জানেন—নোয়াখালীর রাজনীতি কাদের দখলে এবং ভোট কেমন করে হয়।