প্রকাশ: ৫ জুন ২০২৫, ১৯:২৯
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীতে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ ভেসে উঠেছে। বৃহস্পতিবার সকালে ধানগড়া এলাকার পুরাতন খেয়া ঘাটে নদীতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে নৌ পুলিশ এসে তা উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদীর তীরে জমে যায় উৎসুক জনতার ভিড়। মরদেহটির অবস্থা অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে নদীর ধারে কাজ করতে এসে প্রথম মরদেহটি ভাসতে দেখি। পরে অন্যদের ডাকি এবং পুলিশে খবর দিই। এমন দৃশ্য খুব ভয়ঙ্কর, এই এলাকায় আগে কখনো এমন কিছু ঘটেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রায়গঞ্জ থানার নৌ পুলিশের এসআই মো. সজিব হোসেন রাজু। তিনি জানান, মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার শরীরে শুধুমাত্র একটি প্যান্ট ছিল, অন্য কোনো কাপড় ছিল না।
এসআই আরও বলেন, মরদেহটি কবে এবং কীভাবে নদীতে পড়েছে তা এখনই বলা যাচ্ছে না। তবে মৃত্যুর সঠিক কারণ ও সময় জানতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশের পক্ষ থেকে আশেপাশের থানায় নিখোঁজ ব্যক্তিদের তালিকা যাচাই করার কাজ চলছে। মৃতদেহটির পরিচয় শনাক্তে পুলিশ সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে।
নদীতে মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন চলছে। কেউ কেউ বলছে এটি দুর্ঘটনা, আবার কেউ সন্দেহ করছে এটি কোনো হত্যাকাণ্ডও হতে পারে।
মরদেহটি শনাক্ত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে প্রয়োজনে এটি একটি মামলায় রূপ নিতে পারে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।