প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১১:৩৪
টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের দমদমিয়া ন্যাচারপার্ক এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে র্যাব-১৫ এর একটি দল তাকে আটক করে। গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন মো. জোবাইর, যিনি মো. আলমের পুত্র এবং জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
র্যাব জানায়, মো. জোবাইর মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ও ৫০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক থেকে ওই ক্যাম্পে আত্মগোপন করে ছিলেন। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ থানাধীন দমদমিয়া এলাকায় অবস্থানরত জোবাইরের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা ছিল, এবং সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক অবস্থায় ছিল। অবশেষে সফল অভিযানে তাকে আটক করা সম্ভব হয়েছে।
মাদক মামলার দায়ে তার বিরুদ্ধে আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষিত হয়েছিল। র্যাবের সদস্যরা আদালতের রায় কার্যকর করতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেফতার করে।
জানা যায়, মো. জোবাইর বিভিন্ন সময়ে ক্যাম্পকে আশ্রয় হিসেবে ব্যবহার করে মাদক কার্যক্রম পরিচালনা করছিলেন। তার গ্রেফতারে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসিত হয়েছে।
র্যাব বলছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে তারা এমন পলাতকদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। তাদের এধরনের অভিযানে রোহিঙ্গা ক্যাম্পে বেড়ে যাওয়া অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কার্যকর ভূমিকা রাখছে।
গ্রেফতারকৃত মো. জোবাইরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ধারাবাহিকতা এবং তথ্যভিত্তিক কার্যক্রমে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।