প্রকাশ: ২০ জুন ২০২৫, ১৭:৪৯
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় রাতের আঁধারে সিঁধ কেটে ঘরে ঢুকে এক বৃদ্ধা নারীকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সিতারা বেগম (৭০) সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত মোফাজ্জল হকের স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী ছিলেন। ঈদুল আযহার ছুটিতে ছেলের বাড়ি থেকে নিজ বাড়িতে বেড়াতে এসে এমন নির্মম হত্যার শিকার হন তিনি।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তার কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহতের গলায় গভীর জখমের চিহ্ন ছিল এবং ঘরের টিনশেডে সিঁধ কাটা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর বা দুর্বৃত্তরা তাকে চিনে ফেলায় গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানান, ঘটনার সময় সিতারা বেগম ঘরে একা ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং এলাকা ঘিরে ফেলে। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ক্রাইমসিন ও সিআইডির দল পাঠানো হয়েছে এবং আলামত সংগ্রহের কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
স্থানীয়দের অনেকে বলছেন, বৃদ্ধা নারী কারো সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন কিনা তা এখনই বলা যাচ্ছে না, তবে সুনির্দিষ্ট কোনো সন্দেহ থাকায় পরিবার থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ হত্যাকাণ্ড এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে এবং অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঈদের সময়ে এমন বর্বর ঘটনা সমাজে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, খুব শিগগিরই তদন্তের অগ্রগতি জানানো হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। এলাকায় অতিরিক্ত নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।