প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৮:৩০
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। দেশের মধ্যে সবচেয়ে কম পাসের হার রেকর্ড করেছে এই বোর্ড, যেখানে পাসের হার মাত্র ৫৬ দশমিক ৩৮ শতাংশ। আগের বছর এটি ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ৩৩ শতাংশ পয়েন্ট, যা বোর্ড পর্যায়ে সর্বোচ্চ পতন।