আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানান।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে একই ধরনের আবহাওয়ার প্রবণতা বজায় থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সেদিনও রংপুর ও ময়মনসিংহে অনেক জায়গায় বৃষ্টি এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
রোববার (২১ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি এবং অন্যান্য বিভাগে ছিটেফোঁটা বৃষ্টি অব্যাহত থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। একই সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলেও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।