প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২২:২৩
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পরকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। সোমবার বিকেলে দশঘরিয়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক সংখ্যায় অংশ নেন এবং সরকারের মদদে চলমান অপপ্রচারের নিন্দা জানিয়ে একযোগে বক্তব্য দেন।
বিক্ষোভে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদ এবং পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা গোলাম মোস্তফা। প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুছ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু এবং সাবেক ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম।
নেতারা বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে ভীত হয়ে একটি মহল মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দলের নেতৃত্বকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে গুজব ও অপপ্রচার জনগণ কখনো মেনে নেবে না এবং এই ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া হবে রাজপথে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল বাশার বাবুল, জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আরাফাত মিলন এবং ইউনিয়ন ছাত্রদলের নেতা তানভীর শাহান রবিন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।
বক্তারা একযোগে বলেন, আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই অপকৌশল সফল হবে না, কারণ জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত এবং বিএনপি মাঠে থেকে এই ষড়যন্ত্র প্রতিহত করবে।
মেটা কীওয়ার্ড: