প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:৪৫
ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি চত্বর থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়, যা শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পদযাত্রা শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট রিপল চাকমা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার। বক্তারা সরকারের বিরুদ্ধে বিচার বিভাগ নিয়ন্ত্রণ, গণতন্ত্র হরণ ও বিরোধী মত দমন করার অভিযোগ আনেন।
সমাবেশে জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু বলেন, “বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। আইনজীবী, সাংবাদিক, ছাত্র ও সাধারণ মানুষ কেউ আজ নিরাপদ নয়।”
এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর, অনিমেষ চাকমা রিংকু এবং বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম। তারা বলেন, দেশের রাজনৈতিক সংকট নিরসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে ভোট গ্রহণ ছাড়া বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ একত্রিত হচ্ছে এবং আইনজীবীরাও এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে আইনজীবী ফোরামের সদস্য ছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদ এবং পৌর ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্য যে, এই কর্মসূচি ছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ। সারাদেশেই একই দিনে এই কর্মসূচি পালিত হয়েছে বলে জানান আয়োজকরা।