প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৭:৫০
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, “দুদক সমাজের বাইরে কোনো প্রতিষ্ঠান নয়, এখানেও দুর্নীতি আছে।” তিনি মনে করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সংস্থার ভিতরের দুর্নীতিগুলো চিহ্নিত করে কমিয়ে আনার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বরিশাল নগরীর সিএন্ডবি রোডে দুদকের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।