প্রকাশ: ১ আগস্ট ২০২৫, ২০:১২
দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসককে মারধরের ঘটনায় দ্রুত পুলিশের কার্যক্রমে ১০ জন গ্রেফতার হয়েছে। ঘটনাটি গত ৩১ জুলাই সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন ঘটে। আহত চিকিৎসক ডা. মশিউর রহমান বাদী হয়ে থানায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, ওমর ফারুক ও তার স্ত্রী সুখি খাতুন দীর্ঘ ১০-১২ দিন চিকিৎসাধীন থেকে সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে চাইছিলেন। এ নিয়ে ডাক্তারের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। পরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুন সহ বেশ কয়েকজন মিলিত হয়ে জরুরি বিভাগে উপস্থিত হয়ে ডাক্তারের ওপর হামলা চালায় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।