প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ১৭:৩৪
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে মাটি কাটা ও বালু উত্তোলনের দায়ে মো. সামছুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে মোটা অঙ্কের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী এই অভিযান পরিচালনা করেন।