প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ১৮:২
সিলেট শহরে বিআরটি ও ভ্রাম্যমাণ আদালতের নামে পরিবহন সেক্টরে অব্যবস্থাপনা ও অযৌক্তিক জরিমানা আদায়ের অভিযোগে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন মালিক ও শ্রমিকরা। অভিযোগ রয়েছে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্ট বসিয়ে বিআরটির কর্মকর্তারা অতিরিক্ত জরিমানা আদায় করছেন, এমনকি কিছু যানবাহন ডাম্পিংও করা হচ্ছে। এ অবস্থায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে।