প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ১৯:৪৭
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন পরিচালনার প্রস্তুতি শুরু করেছে এবং সময়মতো তফসিল ঘোষণা করতেই কমিশন অঙ্গীকারবদ্ধ। ডিসেম্বরের প্রথম ভাগেই নির্বাচনের সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রবাসী ভোটারদের অধিকতর সম্পৃক্ত করতে সেপ্টেম্বর থেকে ভোটার অ্যাডুকেশন প্রোগ্রাম চালু করবে কমিশন। এর মাধ্যমে প্রবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য আচরণবিধিমালাও চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয়। আচরণবিধিতে নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের ভূমিকা, প্রচারপদ্ধতি, ব্যয় নিয়ন্ত্রণ এবং সহিংসতা প্রতিরোধের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
নির্বাচন কমিশনার বলেন, “আমরা একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাই। এজন্য সকল পক্ষের সহযোগিতা দরকার। প্রার্থীদের আচরণবিধি মেনে চলা ও জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য।”
এ সময় তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনায় প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হবে। ভোটার তালিকা, ইভিএম ব্যবহারের প্রস্তুতি এবং তথ্যপ্রযুক্তি নির্ভর মনিটরিং ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও চলমান আছে বলেও জানান তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সানাউল্লাহ বলেন, “আমরা চাই, দেশের মানুষ যেন ভোটাধিকার প্রয়োগে উৎসাহী হয় এবং অবাধভাবে নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারে। এজন্য মাঠ পর্যায়েও প্রশিক্ষণ, নিরাপত্তা এবং অবকাঠামোগত প্রস্তুতির কাজ চলছে।”