প্রকাশ: ৮ আগস্ট ২০২৫, ১৮:৩
নোয়াখালীর সবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে হাত-পা ও চোখ বেঁধে তুলে নেওয়ার ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার ভূঁইয়ার হাট বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদের মূল দাবি, মিজান মাঝিকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক।