প্রকাশ: ৮ আগস্ট ২০২৫, ১৮:৬
শাহজালাল বিমানবন্দর থেকে আবুধাবিগামী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩২৭ ফ্লাইটে টেকনিক্যাল ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে বিমানটি। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৩ মিনিটে উড্ডয়নের পর উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ হঠাৎ করে কাজ করা বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা অস্বস্তিতে পড়েন এবং নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে পাইলট ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।
রাত ১টা ৩১ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়। রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে আবুধাবিগামী যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্র জানায়, যাত্রীদের বহনের জন্য ব্যবহৃত বিকল্প উড়োজাহাজটি মূলত ব্যাংককগামী বিজি ৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত ছিল। এর ফলে ব্যাংককগামী ওই ফ্লাইট সময়মতো ছাড়তে পারেনি।
বিমান কর্তৃপক্ষ জানায়, ব্যাংককগামী ফ্লাইটটি শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে বলে নির্ধারণ করা হয়েছে। এতে ওই রুটের যাত্রীদেরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে।
এর আগে গত ৬ আগস্ট বিমানের ব্যাংককগামী একটি ফ্লাইট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন ধরা পড়ায় উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। সেদিনও বিকল্প উড়োজাহাজে করে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়েছিল।
একইভাবে গত ২৮ জুলাই দাম্মামগামী বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজেও উড্ডয়নের পর সমস্যা দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে সেটিও ঢাকায় ফিরে আসে এবং যাত্রীদের অন্য বিমানে পাঠানো হয়।
সম্প্রতি একাধিকবার বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য সমস্যার কারণে ফ্লাইট বিলম্বিত হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবারই বিকল্প ব্যবস্থা নেওয়া হলেও, ধারাবাহিক এই বিলম্ব নিয়ে প্রশ্ন উঠছে বিমানসেবার মান ও রক্ষণাবেক্ষণ নিয়ে।
এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিমান কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ায় আরও সতর্কতা অবলম্বনের আশ্বাস দিয়েছে।