প্রকাশ: ৯ আগস্ট ২০২৫, ১৬:৩৭
কোনো ট্যাগ পাওয়া যায়নি
পরিবেশের উন্নয়ন ও সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র খাগড়াছড়ির চাইলাও পাড়া এলাকায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি বন বিভাগের কর্মকর্তা এস.এম মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জসীমউদ্দিন মজুমদার। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় প্রধান সুনায়ন চাকমা ও শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
c
কর্মসূচিতে মোট ১,৭০০টি ডালিম, পেয়ারা, কাটবাদামসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা স্থানীয় ১০০ জন বাসিন্দার হাতে বিতরণ করা হয়। এসময় চাইলাও পাড়া এলাকায় প্রতীকী বৃক্ষরোপণও সম্পন্ন হয়।
অতিথিরা সবাইকে বাড়ির আঙিনা, রাস্তার ধারে ও পতিত জমিতে গাছ লাগানোর আহ্বান জানান। তারা বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।
এই কর্মসূচি পরিবেশ সংরক্ষণে মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।