প্রকাশ: ৯ আগস্ট ২০২৫, ২২:০
গাইবান্ধার সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে সুদের টাকা আদায়ের জন্য মাত্র ৭ মাস বয়সী এক শিশুকে আটক রাখার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুর মা মামলা দায়েরের পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন দুর্গাপুর গ্রামের সুজা মিয়া (৪৫), তার স্ত্রী দুলালী বেগম (৪২), ছেলে দুলাল (২২) ও আলাল (১৮)। অভিযুক্তদের বিরুদ্ধে শিশুকে আটকে রাখার পাশাপাশি হামলার অভিযোগও রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মতিন নামে এক ব্যক্তি কিছুদিন আগে একই গ্রামের সুজা মিয়ার কাছ থেকে সুদের ওপর ৫০ হাজার টাকা ধার নেন। টাকা ফেরত না দেওয়ায় শনিবার সকালে সুজার পরিবার মতিনের ৭ মাসের কন্যাকে নিজেদের বাড়িতে নিয়ে যায়।
শিশুটিকে ফেরত দেওয়ার অনুরোধ করলে তারা অস্বীকৃতি জানায়। শিশুর মা ইসমোতারা পাঁচবার চেষ্টা করেও মেয়েকে আনতে ব্যর্থ হন। পরে সুজার পরিবার জানায়, ধার করা টাকা পরিশোধ না করা পর্যন্ত শিশুকে ফেরত দেওয়া হবে না।
এসময় স্থানীয় ইউপি সদস্যের সহায়তা নেওয়া হলেও কোনো ফল মেলেনি। বরং শিশুটির পরিবারের ওপর হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পরে শিশুর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে।
ঘটনার পর শিশুর মা ইসমোতারা বাদী হয়ে সুজা মিয়াসহ পাঁচজনের নামে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম তালুকদার জানান, সুদের টাকার জন্য শিশুকে আটকে রাখার ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।