প্রকাশ: ৯ আগস্ট ২০২৫, ১৬:৪০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
পটুয়াখালীর মহিপুরে অবৈধ ট্রলবোট ও তার সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ এবং সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তর ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে শনিবার দুপুরে মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়। বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলফাজ উদ্দীন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।
সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নাইম মুহাম্মদ আবদুর ছবুর বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। এছাড়া বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, পটুয়াখালী স্থানীয় সরকার উপপরিচারক জুয়েল রানা, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, অবৈধ ট্রলবোট বন্ধ না হলে সামুদ্রিক মৎস্য সম্পদের ক্ষতি হবে এবং এই অবৈধ কার্যকলাপের ফলে হাজার হাজার জেলেদের জীবিকা সংকটে পড়বে। মৎস্য সম্পদ রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা। অবৈধ ট্রলবোট ও জালের ব্যবহার বন্ধে প্রশাসনের সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুর রউফ বলেন, ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসে বিপদগ্রস্ত জেলেদের দ্রুত উদ্ধার এবং ঝুঁকি মোকাবেলায় আধুনিক নৌযান ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এছাড়া সমুদ্র সীমানা রক্ষা ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা প্রণয়ন চলছে। তিনি অবৈধ ট্রলবোট থেকে যন্ত্রাংশ অপসারণকৃত মালামাল পরিদর্শনও করেন।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জেলে ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও সুরক্ষায় সকলের সমন্বিত প্রচেষ্টা জরুরি বলে মত প্রকাশ করা হয়। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রেখে সামুদ্রিক জীব সম্পদের সংরক্ষণে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।