প্রকাশ: ৯ আগস্ট ২০২৫, ১৬:৫৮
ভবিষ্যৎ প্রজন্মকে সততা, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায়। অনুষ্ঠান শুরুতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বিতর্কে আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসব বিদ্যালয়ের মধ্যে রয়েছে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, পুলিশ লাইন্স হাই স্কুল, টিউফা আইডিয়াল স্কুল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুল ও ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়।
প্রথম পর্বে চারটি গ্রুপে বিভক্ত প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্স প্রদর্শন করে সেমিফাইনালে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং টিউফা আইডিয়াল স্কুল জায়গা করে নেয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অর্জিতা খীসা, জিমি চাকমা, পারভীন আক্তার, ত্রিনা চাকমা, সাইফ উদ্দিন মিঠু এবং হাছানুল করিম।
আয়োজকরা জানিয়েছেন, ১৪ আগস্ট ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে বিজয়ী ও রানারআপ দল ছাড়াও সেরা বিতার্কিককে পুরস্কৃত করা হবে। এছাড়া দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করতে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার গুরুত্ব বোঝানো হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই উদ্যোগ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনে এবং নেতৃত্বগুণ বিকাশে ভূমিকা রাখবে।