প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:৩৬
রাজবাড়ীর গোয়ালন্দে ইরাক প্রবাসীর স্ত্রী চাঁদনী আক্তার ওরফে লিপি (৩১) হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দেবগ্রাম মুন্সীবাজার এলাকা থেকে সাইফুল মোল্লা গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে রাত ভোর চারটার দিকে উত্তর দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকা থেকে অপর আসামিকে গ্রেফতার করা হয়।