প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:৪৯
সরাইল উপজেলায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন প্রধান অতিথি হিসেবে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি ডা. শেখর কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্য, সরাইল থানা পরিদর্শক তদন্ত মো. আসাদুজ্জামান প্রমুখ।