প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৬:১৪
মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসনাত রুবাবকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার মামলাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত রুবাবের বাড়ি কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামে, তিনি কবির চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে রুবাবকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে শনাক্ত করে এ অভিযান পরিচালনা করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার মামলার পাশাপাশি তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এসব মামলার বেশিরভাগই সহিংসতা ও সামাজিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে দায়ের করা হয়েছে।
তিনি জানান, রুবাবের বিরুদ্ধে স্থানীয়ভাবে নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। পুলিশ তাকে আটক করার পর স্থানীয়দের মধ্যে স্বস্তির ভাব দেখা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ইউপি সদস্যকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত প্রয়োজনীয় শুনানি শেষে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এদিকে, রুবাবের গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে সমর্থন করেছেন, আবার কেউ তার মুক্তির দাবি তুলেছেন। তবে স্থানীয়দের মধ্যে অনেকেই মনে করেন, আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের পদক্ষেপ প্রয়োজন।
অভিযোগ রয়েছে, রুবাব স্থানীয় রাজনীতির আড়ালে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ওপর হামলার ঘটনাই ছিল তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত অভিযোগ।
পুলিশের দাবি, ন্যায়বিচার নিশ্চিতে কোনো অপরাধীই আইনের বাইরে থাকবে না, পদ-পদবি বা রাজনৈতিক পরিচয় দিয়ে কেউ রেহাই পাবে না। রুবাবের গ্রেফতার তারই একটি প্রমাণ।