প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:৮
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় প্রকৃতি ও পরিবেশ রক্ষায় একটি বিশেষ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। “সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষার” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টায় উপজেলার ৯৭টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে, সব সরকারি অফিস প্রাঙ্গণে, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা এলাকায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির আওতায় প্রতিটি স্থানে তিনটি করে দৃষ্টিনন্দন দেশি ফুলের গাছ—কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু—রোপণ করা হয়েছে।