প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৯:৬
নোয়াখালীর কবিরহাট উপজেলায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া এলাকায় মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করে।