প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৬:১৩
নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভা শুরু হয়। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো একসঙ্গে কাজ করলে শান্তি বজায় রাখা সম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, কোনো অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন সর্বাগ্রে মেনে চলতে হবে।
সভায় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। তিনি বলেন, কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি বজায় রাখতে শান্তিপূর্ণ পরিবেশ অপরিহার্য।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী সভায় জনস্বাস্থ্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা ও সেবার মানোন্নয়নেও জোর দিতে হবে।
সভায় আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, ইসলামী আন্দোলনের নেতা আব্দুল মোমিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজিমুদ্দীন ও আফজাল হোসেন সভায় বক্তব্য রাখেন। তাঁরা প্রত্যেকে আইন-শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক পি.এম কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান এবং এসআই ওয়াবায়দুলসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা। তাঁদের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের সভা নিয়মিত হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। প্রশাসন ও জনগণের সমন্বয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন তাঁরা।